শেরপুরের নকলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার গৌরদ্বার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর থেকে চট্টগ্রাম গামী শামিম এন্টারপ্রাইজ ও ঢাকা থেকে নালিতাবাড়ী গামী ইয়োলো লাইন গাড়ি দুটি ঢাকা শেরপুর মহাসড়কের গৌড়দ্বার বাজারে পার্শ্বের মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সূর্যি (৫০), আশরাফুল (৩৫), ফেরদৌস সরকার (৩০), পলাশ (৪৫), মতিউর রহমান (৩২), কল্পনা (২৭)সহ অনেকেই নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। ড্রাইভার শামীম আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও নকলা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় এবং রাস্তার পরিস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করি। তবে এখন পর্যন্ত কেও মারা যায় নি।