শেরপুর জেলার নকলা উপজেলার অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা নারী উন্নয়ন সমবায় সমিতি ও চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী নারী সদস্যদের মাঝে ৪র্থ ধাপের ষাট লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার বাহা উদ্দিন এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিসুর রহমান ও চন্দ্রকোনা ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী প্রমুখ।
এসময় নারায়নখোলা নারী উন্নয়ন সমবায় সমিতি ও বাছুরআলগা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুবিধাভোগী নারী সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, এ দুই সমিতির নারী সদস্যদের স্বাবলম্বী করতে ও তাদের জীবনমান উন্নয়নের জন্য চার ধাপে এ পর্যন্ত দুই কোটি চল্লিশ লক্ষ টাকা ঋণ বিতরণ করেছে উপজেলা সমবায় অফিস।