শেরপুরের নকলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর সাভার, নারায়গঞ্জ ও বিবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, নকলা উপজেলার রামেরকান্দির গ্রামের চান মিয়ার পুত্র নিলয় পারভেজ, কাজাইকাটার গ্রামের দুদু মিয়ার পুত্র সুমন মিয়া ও চরকামানিপাড় গ্রামের আব্দুল খালেকের পুত্র বাবুল মিয়া।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের ১ বৎসরের সাঁজা হয়। তাই তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।