শেরপুরের নকলায় ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোফাজ্জল হোসেন তাজু (৪৮) নামের এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের মৃত. দেওয়ান সিদ্দিকের ছেলে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে নকলা-ফুলপুর মহাসড়কের পাইস্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গৌড়দ্বার এলাকার সেভেনস্টার ইটভাটায় মাটি কাটার শ্রমিকের কাজ করতো তাজু। পাইস্কা এলাকা থেকে ড্রাম ট্রাকের মাধ্যমে মাটি নিয়ে ইটভাটায় আসতেন। আজ সকালে ড্রাম ট্রাকে মাটি তোলার সময় তাজু ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।