শেরপুরের নকলায় ট্রাফিক ক্যাম্পেইন-২০১৮ পালন উপলক্ষে শনিবার পৌর শহরের হাসপাতাল মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে নকলা ট্রাফিক পুলিশের আয়োজনে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ ট্রাফিক ক্যাম্পেইনে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক টিআই শাহাব উদ্দিন, টিএসআই মতি মিয়া, নকলা হাইস্কুলের স্কাউট শিক্ষক রেহান উদ্দিনসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।