শেরপুরের নকলা উপজেলার বারোমাইসা বাজার এলাকায় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলো উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ ও বারোমাইসা গ্রামের সেলিম মিয়ার ছেলে হামিদুল ইসলাম। শুক্রবার দুপুর ১ টার দিকে বারোমাইসা বাজারের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন স্থানের অনুষ্ঠান দেখতে হাসনখিলা গ্রাম হতে বারোমাইসা গ্রামের দিকে যাওয়ার পথে বারোমাইসা বাজারের মোড়ে মটরসাইকেল চালক মারুফের সাথে নকলাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী হামিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তারও মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।