শেরপুরের নকলা উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ল্যমাত্রা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন, উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় এসডিজি অর্জনে সরকারের গৃহীত ১৭টি অভীষ্টের আওতায় নির্দিষ্ট ১৬৯টি ল্যমাত্রা ২৩২ টি সূচক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।