শেরপুরর নবাগত জেলা প্রশাসক ২২ ফেব্রুয়ারি বুধ বার দুপুরে নকলা উপজেলায় প্রথম বারের মতো মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন উপস্থিত থেকে উপস্থিতিদের সাথে মতবিনিময় করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালোকদার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরতদের পক্ষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ওই সভায় বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। তিনি শেরপুর জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।