শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর উদ্যোগে জেলা পুলিশের পক্ষ থেকে নকলা উপজেলার শতাধিক কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নকলা থানা পুলিশ। মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকালে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন নানা শ্রেণি পেশার মানুষের মাঝে চাল, ডাল, আলু, তৈল, সাবান বিতরণ করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।