শেরপুরের নকলায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্বরণে জেলহত্যা দিবস পালন পালিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার কালো ব্যাজ ধারন, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ মুক্তিযোদ্ধা কমেপ্লেক্স চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্ব বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, আব্দুল খালেক ও মহিদুল ইসলাম; সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক শাহ মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, রেজাউল হক হীরা, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিডসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স