শেরপুরের নকলায় অষ্টম শ্রেণিতে উন্নতি করণ পাইলট প্রকল্পের আওতায় উপজেলার একমাত্র বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মোট ১২৮ জন জেএসসি পরীক্ষার্থীর সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উভয় প্রতিষ্ঠানের নিজ নিজ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার শামছুল আরেফিন শামীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজ, স্কুল পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন ও মোছা: নাছিমা আক্তার, সহকারী শিক্ষক লোকমানুর রহমান, লুৎফর রহমান লিটন, হাফিজুল হাসান তুমুল, শামছুন নাহারসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪২ জন বিদায়ী জেএসসি পরীক্ষার্থীর হাতে তাদের নিজ নিজ প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়।
অন্যদিকে, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ৮২ জনসহ মোট ৮৬ জন বিদায়ী জেএসসি পরীক্ষার্থীরদের উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মো. নিয়ামত উল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল সরকারসহ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, মো. জুয়েল মিয়া, মাওলানা মো. শহিদুল্লাহ ও মো. আবুল কালামসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৮৬ পরীক্ষার্থীর হাতে তাদের নিজ নিজ প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়।