বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক নকলা শাখার আয়োজনে জাল নোট প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা বুধবার (২৩ আগষ্ট) দুপুরে শেরপুরের নকলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মহিউদ্দিন।
সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় শেরপুরের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক আলহাজ্ব গোলাম মোস্তফা, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, সোনালী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক শেখ মোঃ সাদি প্রমুখ।
কর্মশালায় জাল নোট চেনার উপায় পদ্ধতি জনসম্মূখে তুলে ধরা হয়। এ সময় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স