আসন্ন জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালনের জন্য নকলা উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।
সভায় আলোচনাতে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগষ্ট নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গৃহীত হয়।