বুধবার সকালে নকলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।
স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোাগানকে সামনে নিয়ে আগামী ১৯ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ক্ষেত্র সহকারী হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নকলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।