শাহাজাদা স্বপন :
রোজা এখন শেষ দিকে ঈদও সন্নিকটে। তাই ঈদের বাজারে মানুষের সমাগম বাড়ছে। এই ঈদ উৎসবকে ঘিরে শেরপুরের নকলা শহরের প্রতিটি অভিজাত বিপণীকেন্দ্রে ত্রেতাদের আকৃষ্ট করতে সাজানো হয়েছে আকর্ষনীয় সাজে। ত্রেতাদের ভীড়ে জমে উঠেছে নকলার ঈদ বাজার। শহরের এসপি ফ্যাশন, আলামিন, আধুনিক, ওসমান, মনেরেখ, লাছা ফ্যাশনসহ শহরের বিভিন্ন শপিংমল গুলোতে উপচেপড়া ভীড় চোখে পড়ার মত।
এসপি ফ্যাশনের সত্তাধিকারী শামিম জানান, নীলাবালি, লায়লা, বাহুবলী, দেশীয় জামদানী, মনিপুরি, কুর্তি পাঞ্জাবীসহ ভারতীয় কাপড় বেশি বিক্রি হচ্ছে। অভিজাত মার্কেট গুলোতে দোকানীরা সাজিয়ে রেখেছে বাহারী সবধরনের পোষাক ও পণ্য। বিভিন্ন শ্রেণির পোষাক মানুষের চাহিদা বিবেচনা মাথায় রেখে দোকানে সাজিয়ে রাখা হয়েছে নতুন নতুন ডিজাইনর দেশি বিদেশী কাপড়। উঠতি বয়সের তরুণ তরুণীদের ভীড় লক্ষ্যনীয় বিশেষ করে তরুণীদের দৃষ্টি কেড়ে নিয়েছে লেহেঙ্গা ও লং কামিজ, সুতি পাঞ্জাবী। এ পোশাকগুলো বাড়ি থেকে যেন মুখস্থ করে আসে তরুনীরা। গভীররাত পর্যন্ত চলছে জমজমাট বিকিকিনি। এবার সব বয়সের মহিলাদের ভীড় লক্ষ্যনীয়। ধুম ফেলানোর ফুসরত নেই যেন ব্যবসায়ীদের। ত্রেতাদের আকর্ষন করতে কিছু বিপনীতে আয়োজন করা হয়েছে লাকিকুপন। সুই সতা কারিগরাও ধুম ফেলানোর সময় পাচ্ছেনা। সারারাত জেগেও কোন কোন টেইলার্স পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। প্রসাধনি, জুতা ও থান কাপড়ের দোকান গুলোতেও প্রচন্ড ভীড়। ক্রেতারা সাধারণকে আকর্ষণ করতে ফ্যাশন হাউজ গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে । ফ্যাশন হাউজ ও তৈরী পোষাকের দোকানের সাথে প্রতিযোগিতায পিছিয়ে নেই কসমেটিকস্কের বিতান গুলো। তরুণ নারীদের পদচানায় মুখরিত যেন হয়ে উঠেছে ঈদ বাজার। তৈরী পোষাকের দোকানীরা জানায় ঈদ সন্নিকটে আসায় কেনাকাটা অনেকটা বেড়েছে, দিন দিন বিক্রি বাড়ছেই পোষাকের পাশাপামি কসমেটিকস্ দোকান গুলোতে। কতিপয় অসাধু ব্যবসায়ী নকল জুতা, প্রসাধনী, সেমাইসহ নানা পণ্য বাজারে আনতে পারেন এমন আশংকা করছেন অনেকেই। এছাড়া শেরপুর শহরসহ বিভিন্ন উপজেলা শহরে কতিপয় ব্যবসায়ী এক দরের নামে গলাকাটা লাভ করছে বলে ক্রেতারা জানান। নি¤œ আয়ের মানুষগুলো ফুটফাতের দোকান গুলোতে ভীড় করছে। সদরের বাইরেও ঈদ বাজর জমে উঠেছে। সর্বোপরী শেরপুরের নকলা উপজেলায় ঈদের বাজার জমে উঠেছে।