২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, প্রধান শিক্ষক মজিবর রহমান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা।