শেরপুরের নকলায় খালের পানিতে পড়ে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৬ মার্চ রবিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। জুলেখা বেগম নারায়ণখোলা বেপারিপাড়া এলাকার মৃত জামির বেপারির স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক ও মৃগী রোগী হওয়ায় জুলেখা বেগমকে ঘরে আটকিয়ে রাখা হতো। হঠাৎ শনিবার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
রবিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে নারায়ণখোলা বাজারে প্রবেশের পথে ব্রিজের নিচে খালের পানিতে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের লোকজন গিয়ে জুলেখা বেগমের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে নারায়ণখোলা বাজারের ব্রিজের নিচে খালের পানি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।