শেরপুরের নকলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাউল মজুদ রাখার অপরাধে সোহেল রানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার নারায়নখোলা পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার নারায়নখোলা পশ্চিম আক্রামের মোড়ে মনোহারি ও কিটনাশকের দোকানে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাউল মজুদ রাখার অপরাধে দোকান মালিক সোহেল রানাকে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃ সোহেল উপজেলার চরভবানী এলাকার মৃত. গিয়াস উদ্দিনের পুত্র। এসময় চাউল উদ্ধার করে দোকানটিকে সিলগালা করে দেয় পুলিশ। এব্যাপারে খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান বাদি হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নখোলার আক্রামের মোড় এলাকায় সরকারি চাউল রয়েছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সরকারি ১৮ বস্তা চাউল পাওয়া যায়। পরে থানা পুলিশের মাধ্যমে তা উদ্ধার করে দোকানটিকে সিলগালা করা হয়েছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার মিয়া জানান, এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। তবে উদ্ধারকৃত চাউল সরকারি কি না তা খতিয়ে দেখা হচ্ছে।