‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্রাসহ শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নকলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৭ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রতি কৃষকের মাথাপিছু ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়