শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভবনের ছাদ ঢালাইয়রে কাজ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, আঞ্চলিক ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহানাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও মশিউর রহমানসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।