শেরপুরের নকলা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রাজিব মিয়া (৩০) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী আহত হয়ে নকলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার কুর্শাবাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাজিব নকলা পৌরসভার কুর্শাবাগৈড় এলাকার চা বিক্রেতা নেকবর আলীর ছেলে। কাভার্ডভ্যানের আহত চালক নরসিংদীর রামনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার (২৪) ও চালকের সহকারী ভৈরবের কমলাপুর এলাকার লিয়াকত আলীর ছেলে নিলয় (২০)।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কাভার্ডভ্যানটি কুর্শাবাগৈড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজিব মিয়াকে পেছন থেকে চাপা দেয় এবং ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে রাজিব মিয়া ছিটকে রাস্তার পাশের এক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শম্বুগঞ্জ এলাকায় পৌঁছলে সে মারা যায়। আর কভারভ্যানের চালক আহত কাউসার ও চালকের সহকারী আহত নিলয়কে নকলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগন। আহতরা নকলা হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ নিহত রাজিব মিয়ার মরদেহ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রক্রিয়া চলছে।