শেরপুরের নকলায় ৩০০ দরিদ্র শীতার্তদের মাঝে একটি করে কম্বল ও ৩৫ শিশুদের মাঝে একটি করে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ও মঙ্গলবার বিকেলে আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বনানী, রোটারি ক্লাব অব ফরিদপুর ও রোটারি ক্লাব অব রোজ ভ্যালী’র যৌথ সহযোগিতায় এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। উভয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশা’র সভাপতি সৈয়দা লুবানা নাজ আলম।
এ উপলক্ষে বুধবার বিকেলে নকলা পৌরসভার জালালপুর এলাকার ম্যানেজার মার্কেট চত্ত¡রে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে ৫০ শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার বানেশ্বরদী এলাকার মাওলানা বাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ২৫০ শীতার্তদের মাঝে একটি করে কম্বল ও ৩৫ শিশুর মাঝে উন্নত মানের একটি করে শীতবস্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ইউপি সদস্য মোফাখখারুল ইসলাম লাভলু, সমাজ সেবক দেলুয়ার হোসেন প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ও তিনশতাধিক শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।