‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় ১৮ নভেম্বর শনিবার বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা নকলা থানা চত্তরে অনুষ্ঠিত হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, হাজীজাল মামুদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, টালকী ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদি, টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হযরত আলীসহ টালকী থেকে আগত বিভিন্ন নেতাকর্মী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও নকলা থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগন এবং গ্রাম্য অভিযোগের বাদী-বিবাদীরা উপস্থিত ছিলেন।
এ সভায় ছোট্ট খাটো গ্রাম্য অভিযোগ গুলো মিমাংসা শেষে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।