ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নকলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. মাহবুবুল আলম সোহাগ, ধর্মবিষয়ক সম্পাদক মাও শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।