অর্থমন্ত্রনালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নকলা উপজেলার ৭০টি গ্রাম সংগঠনের কার্যক্রম অনলাইন ভিত্তিক চালু করার লক্ষে ১৪টি গ্রাম সমিতিতে আনুষ্ঠানিকভাবে ১৪টি ল্যাপটপ বিতরণ করেছে।
নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ১৪টি গ্রাম সমিতিতে ল্যাপটপ ও মডেম বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান এডঃ মাহবুবুল আলম, নকলা পৌর মেয়র হাফিজুর রহামন লিটন, এসডিএফের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক এমআইএম জুলফিকার, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেল ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফের শেরপুর জেলা ব্যবস্থাপক হাসান নেওয়াজ মোঃ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কাষ্টার কর্মকর্তা আমিনুল হক। অনুষ্ঠানে ১৪টি গ্রাম সমিতির সভাপতি, সম্পাদককে ল্যাপটপ ও মডেম প্রদান করা হয়।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এসডিএফ শেরপুর জেলার নকলা ও শ্রীবরদী উপজেলাতে ১৪০টি শক্তিশালি গ্রাম সংগঠন তৈরি করে মহিলাদের ক্ষমতায়ন ও যুবকদের বেকার দুরীকরণের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করছে।