শেরপুরের নকলায় সোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে দিনব্যাপী ষ্ট্রীট ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা বিশ্বব্যাংকের নুতনজীবন লাইভলিহুড ইমপ্রæমেন্ট প্রকল্প (এনজেএলআইপি) বাস্তবায়নকারী সংস্থার ব্যবস্থাপনায় বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার গনপদ্দী এলাকায় এ ষ্ট্রীট ডায়ালগ অনুষ্ঠিত হয়।
এনজেসিসিএস সভাপতি কল্পনা বেগমের সভাপতিত্বে ষ্ট্রীট ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসডিএফ ময়মনসিংহ আঞ্চলের পরিচালক মো. সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এসডিএফ হেড কোয়ার্টারের মহাব্যবস্থাপক মো. মোছাদ্দেক হোসেন, ডেপুটি মহাব্যবস্থাপক (যুব কর্মসংস্থান) মো. শহীদুল ইসলাম, শেরপুর জেলা সমন্বয়কারী মো. সহিদুল ইসলাম রবিন, হেড কোয়ার্টারের যুব কর্মসংস্থান অফিসার উত্তম চৌধুরী প্রমুখ। সফল যুব সদস্য মাসুদ রানা, লিখন মাহমুদ, হাসি, রাব্বি, সুমী, মিলন মিয়া ও মোস্তফা তাদের সফলতা ও নিজ নিজ অভিজ্ঞতাকে গল্প আকারে উপস্থাপন করাসহ স্থানীয় ২ জন অভিভাবক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এনজেসিসিএস ক্যাশিয়ার জান্নাতুন শিখার সঞ্চালনায় ষ্ট্রীট ডায়ালগ অনুষ্ঠানে জেলা কমিউনিটি ফিন্যান্স অফিসার ফরহাদ আলী, জেলা লাইভলিহুড অফিসার সালমা বেগম, জেলা এমআইএস অফিসার মাহমুদুল ইসলাম, জেলা আইসিবি অফিসার মোছা. ববিতা, উপজেলা সিএফ টেকনিক্যাল অফিসার তারিফুর রহমান, ৩ নং ক্লাস্টারের সিএফ অফিসার আরিফুজ্জামান, ৪ নং ক্লাস্টারের সিএফ মোছা. রাজিয়া সুলতানাসহ এসডিএফ’র বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল বিষয় ছিলো সফলতার বিষয়ে তথ্য ও অভিজ্ঞতা আদার প্রদান করা হয়।