সোমবার নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ ও সরকারী হাজী জালমামুদ কলেজের একাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষা বর্ষের ক্লাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।
মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ। এসময় কলেজ গভার্নিং বডির সদস্য বৃন্দ, সাংবাদিক, অভিভাবক, সুধীবৃন্দ ও একাদশ শ্রেণির নবাগত দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অপরদিকে নকলা সরকারী হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলতাব আলীর সভাপতিত্বে নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার অন্যান্য উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়।