বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ ও সকল পদে পদোন্নতী প্রদানের দাবীতে মানববন্ধন করেছে শেরপুরের নকলা উপজেলায় কর্মরত পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীগণ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজার দেলোয়ার হোসেন, মাঠসহকারী জাকির হোসেন, লাকী আক্তারসহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।