এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নকলা উপজেলায় চন্দ্রকোনা কলেজ শীর্ষে অবস্থান করছে। সেই সাথে সরকারী ও এমপিওভুক্ত কলেজের মধ্যে জেলায় অবস্থান করছে দ্বিতীয় স্থানে । এই কলেজের ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ জন পাশ করেছেন। পাশের হার শতকরা ৮৫.৯১ ভাগ। বিগত দিনের মত এবারো ফলাফলে ভাল অবস্থান ধরে রেখেছে চরাঞ্চলের এ প্রতিষ্ঠানটি । ভাল ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাকরা খুশি। ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রাখতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
এ উপজেলার অন্যান্য কলেজের মধ্যে সরকারী হাজী জাল মামুদ কলেজের ৩৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাশ করেছে । পাশের হার শতকরা ৬১.৭৭ ভাগ। আর চৌধুরী সবরুন্নেছা মহিলা কলেজের ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৮ জন পাশ করেছে । পাশের হার শতকরা ৭২.৮১ ভাগ।
এ ব্যাপারে চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম জানান, নানা সুবিধা বঞ্চিত এলাকাটি। এখানে শিক্ষার হার কম। যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভাল না। আগে ছাত্রছাত্রীরা শহরে কলেজে যেতে পোহাতো দুর্ভোগ। এ পরিবেশেও মেধা সম্পন্ন শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত পাঠদানে এ ফলাফল এসেছে। এর ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সহযোগিতা ও দোয়া চাই।