গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে অঙ্গিকারবদ্ধ অরাজনৈতিক সংগঠন ঋষি রবিদাস দলিত কল্যাণ পরিষদের ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নে সংগঠনের সভাপতি সুনীল রবি দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় গণপদ্দী গ্রামের রাম লাল বাবু রবিদাসকে সভাপতি ও বিহারীরপাড় গ্রামের স্বপন রবি দাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি রঞ্জিৎ রবি দাস, সহ-সাধারণ সম্পাদক দিলিপ রবি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন রবি দাস, সাংগঠনিক সম্পাদক হরি লাল রবিদাস, সহ-সাংগঠনিক সম্পাদক শিব চরণ রবিদাস, কোষাধ্যক্ষ নয়ন বাবু রবিদাস, প্রচার সম্পাদক জুবোস রবিদাস,দপ্তর সম্পাদক কার্তিক রবিদাস, সমাজ কল্যাণ সম্পাদক চন্দন রবি দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক সজিব রবিদাস।