ডিজিটাল কৃষি সেবা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলছে সারাদেশে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ। এরই ধারাবাহিকতায় শেরপুরের নকলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপসহাকারী কৃষি কর্মকর্তা (এসএএও)-দের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
কৃষিঅফিস সূত্রে জানা যায়, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট-২ (এনএটিপি-২) প্রকল্পের উদ্যোগে ও অর্থায়নে সারাদেশে উপসহকারীদের মাঝে ট্যাব বিতরণ কার্যক্রমের তাওয়ায় নকলা উপজেলার ১৮জন এসএএও-দের মাঝে সাপ্তাহিক সভায় এসব ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মণি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ উপজেলায় কর্মরত উপসহাকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।