আগামী ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
এ মেলার সফলতার জন্য সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, পৌর মেয়র হাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মকুল প্রমুখ।
মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিভিন্ন সরকারী দপ্তরের ৩৫টি স্টল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।