বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী বিনাধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শেরপুরের নকলায় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের আয়োজনে পরিবর্তিত আবহাওয়া প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. বীরেশ চন্দ্র গোস্বামী।
অন্যানের মাঝে প্রশিক্ষণ উইং পরিচালক ড. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা আওয়মীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, বিনা’র নালিতাবাড়ী উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার, এসএপিপিও আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বানেশ্বরদী ইউনিয়নের দুই শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।