শেরপুরের নকলায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনা ধান-১৭ জাতের সম্প্রসারণ ও প্রচারের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা’র যৌথ আয়োজনে উপজেলার পাইসকা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক আলহাজ¦ কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
এ মাঠ দিবসে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা)’র প্রশিক্ষণ ও কর্মসূচি উইং এর পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মালেক, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আক্তার, উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শ.ম. আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিনা ও স্থানীয় কৃষক, কৃষাণীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।