শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রশাসন হলরুমে পবিত্র ঈদ উল আজহার পবিত্রতা রক্ষা, জাল টাকা শনাক্তকরণ, পশু কোরবানীর নিয়ম এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায়, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, বিএডিসি উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, থানা অফিসার ইনর্চাজ (ওসি) আলমগীর হোসেন শাহ, মাধমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মৎস্য অফিসার সুলতানা লায়লা তাসনিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।