নকলা উপজেলার সবগুলো ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।
শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, নকলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে চিথলিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায়। একই সময়ে রামেরকান্দি ঈদগাহ মাঠ, রাণিগঞ্জ ঈদগাহ মাঠ, চন্দ্রকোণা ঈদগাহ মাঠ, শিব বাড়ী ঈদগাহ মাঠ ও লয়খা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, সেনেরকান্দা ঈদগাহ মাঠ, রুনিগাঁও গাজী দরগাও ঈদগাহ মাঠ, কায়দা গোরস্থান ঈদগাহ মাঠ এবং নকলা শাহরিয়ার ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ১০টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।