শেরপুরের নকলা থেকে ব্যাটারী চালিত একটি ইজিবাইকসহ গাড়ী চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলো জামালপুর সদর থানার কটারবাড়ি এলাকার আব্দুল জব্বারের পুত্র কালাম (৫০) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কুলনযা এলাকার আব্দুল আলীর পুত্র রিপন (২২)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে এ এস আই রতন চৌধুরী সঙ্গীয় ফোর্স নকলার গৌরদ্বার এলাকা থেকে চোরচক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকৃত ব্যক্তিদ্বয় শেরপুর শহরের সদর থানা মোড় থেকে ৩শ টাকার বিনিময়ে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার যাওয়ার কথা বলে গাড়ীটিকে রিজার্ভ ভাড়া নেয়। চকবাজার এলাকায় তাদের স্যার দাড়িয়ে আছে তাকে গাড়ীতে তুলতে হবে বলে অটোর চালক রাসেল জানায়।
চকবাজার মোড়ে পৌছিলে রাসেলকে গাড়ি থেকে নেমে চায়ের দোকানের সামনে তাদের স্যার দাড়িয়ে আছে বলে চালককে ডাকতে পাঠিয়ে দেয়। পরে কৌশলে ইজিবাইক নিয়ে চম্পট দেয় ওই চোর সদস্যরা।
পরে বিকেলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে নকলা থানাধীন গৌরদ্বার এলাকায় খুব দ্রুত বেগে গাড়ীটি চালিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে কালাম ও রিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে সন্তোষ জনক জবাব না পাওয়ায় আটক করে নকলা থানা হেফাজতে নিয়ে আসে পরে আজ ৫ নভেম্বর মঙ্গলবার আটকৃত গাড়ী চোর চক্রের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়।