নকলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে বরণ ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ বরণ ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
এসময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগনসহ মিডিয়া কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও রাজীব কুমার সরকার পদোন্নতি পেয়ে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।