শেরপুরের নকলা উপজেলার ‘আশা’ গড়েরগাও ব্রাঞ্চ এর আয়োজনে আশা’র অনিয়মিত সদস্যদের সাথে মতবিনিময় ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠান সোমবার দুপুরে ব্রাঞ্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় নকলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার দেলোয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা আশা’র ইডিপি এমএ হালিম, ঢাকা আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর খন্দকার মোঃ শহীদুল আলম,নেত্রকোনা জেলা আশা’র জোনাল ম্যানেজার মির্জা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক এফএম রেজাউল করিম, গড়েরগাও ব্রাঞ্চ ম্যানেজার সুমন সরকার প্রমুখ।
এসময় সদস্যদের মাঝে বিনামূল্যে ব্লাড পেশার ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।