নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে শ্রদ্ধার্ঘ অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মাধ্যমে ছিল, প্রভাত ফেরী, চিত্রাঙ্গল ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, ওসি কাজী শাহ নেওয়াজ, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন।