নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশের প্রথম প্রহরে নকলা হাজী জালমামুদ কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার শ্রদ্ধার্ঘ অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। দিবসের অন্যান্য কর্মসূচির মাধ্যমে ছিল, প্রভাত ফেরী, জাতির পিতার প্রতীকৃতিতে পুষ্পামাল্য অর্পন, চিত্রাঙ্গল ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক আয়োজন করে। দিবসটি উপলক্ষে ব্লাড ব্যাংক অব নকলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অংশ হিসেবে ঝুমুর সিনেমা হলচত্তরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।