শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশের ন্যায় “সেবাই ধর্ম, সেবাই কর্ম” এই মূলমন্ত্রকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১২ মে সকালে হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যালিটি পুনরায় হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়।
নার্সিং সুপারভাইজার মাহমুদা আক্তার বুলির নেতৃত্বে উক্ত র্যালিতে ডাঃ জান্নাতুল ফেরদৌস সাথী, সিনিয়র স্টাফ নার্স কর্মকর্তা রিনা বেগম, রানী বেগম, মলি খাতুন, অফিস সহকারি নাজিম উদ্দিনসহ প্রায় ১৮জন নার্স অংশগ্রহন করেন।