শেরপুরে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। নকলা উপজেলার কায়দা গ্রামে ব্রি উদ্ভাবিত ব্রি ধান-৭১ ও ব্রি ধান-৭৫ প্রদর্শনী প্লটের পাশে ৪ নবেম্বর শনিবার এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগ শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসে ব্রি উদ্ভাবিত নতুন জাতের ধান ব্রি ধান-৭১ ও ব্রি ধান-৭৫ চাষপদ্ধতি, কলাকৌশল ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্রি মহাপরিচালক ড. শাহজাহান কবীর এবং ব্রি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ^জিৎ কর্মকার। শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আবাদকারি কৃষক, স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশের এলাকার শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
কৃষক আবু হানিফার ২ বিঘা জমির ব্রি ধান-৭৫ কর্তন করে ৩৪ মণ এবং মারফত আলীর এক বিঘা জমির ব্রি ধান-৭১ কর্তন করে ১৮ মণ ফলন পাওয়া যায়। স্বল্প জীবনকালের এসব ধান রোপনের ১১০-১১৫ দিনের মধ্যেই ফসল কেটে ঘরে তুলতে পারা যায়। আগাম জাতের এ ধান কাটার পর তারা ওই জমিতে এখন আলু এবং সরিষা আবাদের চিন্তা করছেন। আলু/সরিষা তোলার পর সেই জমিতেই আবার তারা বোরো রোপন করবেন বলে জানান।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।