শেরপুরের নকলায় উপজেলায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্ম সূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। এছাড়া আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পনের সময়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া বেগম, সহ-সভাপতি আব্দুল খালেক, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।