শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের সহায়তায় চাষী পর্যায়ে উন্নতমানের ধানের বীজ উৎপাদনে আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপনকৃত ব্রিধান ৪৮জাতের শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নকলা পৌরসভার বাজারদী এলাকায় চাষী রুস্তুম আলীর ক্ষেতে আনুষ্ঠানিকভাবে এ শস্য কর্তন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, সাবেক কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় চাষী রুস্তুম আলী গত এপ্রিল মাসে, বাজারদী এলাকায় প্রায় ৩একর জমিতে ব্রিধান ৪৮ জাতের আউশ ধান আবাদ করেন। আবহাওয়া অনুকুল ও যথাযথ পরিচর্যার ফলে আশানোরুপ আবাদ হয়েছে। প্রতি একরে ৫০ মণের অধিক ধান উৎপাদন হবে বলে কৃষক রুস্তম আলী আশা করছেন। আধুনিক ধান কাটার যন্ত্র কম্বেইন হারভেষ্টরের মাধ্যমে এ ধান কর্তন করা হয়। বিপুল সংখ্যক কৃষক কৃষাণী ও শিক্ষার্থী এ শস্য কর্তন দেখতে ভীড় জমায়।