শেরপুরের নকলায় কৃষি প্রনোদনা কর্মসূচীর বিআর ১৪ জাতের আউস ধানের শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার গণপদ্দী গ্রামের ফারুক মিয়ার বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বিএম তাজকেরাতুল আল মেহেদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, জাহাঙ্গীর আলম ও ফারুক হোসেনসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এবছর নকলা উপজেলায় ৩শ ৯৫ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। যা গত বছর ছিল ২শ ৯৫ হেক্টর।