শেরপুরের নকলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও কমিটির প্রধান উপদেষ্টা এড. মাহবুবুল আলম সোহাগ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।
আলোচনায় অংশ নেন, গণপদ্দী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান আবুল, চর অষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, পাঠাকাটা ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, নকলা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, বানেশ^রদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাজহারুল আনোয়ার মহব্বত, প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহাব উদ্দিন প্রমুখ।