শেরপুরের নকলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিতে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, সুপার ওয়ালীউল্লাহ প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলার উন্নতি, মাদক বিরোধী অভিযান জোরদার করা, বাল্যবিবাহ রোধ, যানজট দূর করা সহ কয়েকটি গুরত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।