শেরপুরের নকলা উপজেলার কুর্শাবিল থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম জানান, এ বিলের ইজারাদার আনোয়ারের অনুমতি ছাড়া অবৈধ কারেন্ট জাল দিয়ে এলাকার কিছু ব্যক্তি চুরি করে মাছ ধরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিল থেকে এসব অবৈধ জাল আটক করে নকলা থানায় নিয়ে আসে। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কাউকে গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি। এ সময় তার সঙ্গে ছিলেন নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম, নকলা থানার এসআই শরিফ হোসেন।
শেরপুর টাইমস/ বা.স