শেরপুরের নকলা পৌরসভাধীন ‘জালালপুর স্বপ্নতরী একতা সঞ্চয় সমিতি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অফিস উদ্বোধন এবং ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। ২১জুন বুধবার সন্ধায় জালালপুর ম্যানেজার মার্কেট চত্ত্বরে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই সমিতির অস্থায়ী অফিস উদ্বোধন করেন। তারপর এলাকার জনগনকে নিয়ে স্থানীয় বজলুর রশিদের ‘শাপলা রাইস মিল’ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা শাহজাহান আলী বুলবুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাংগঠনক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, ৪নং ওয়ার্ডের কমিশনার হাবুল উদ্দিন, উক্ত সমিতির সভাপতি হযরত আলী ম্যানেজার, কোষাধক্ষ শফিকুল ইসলাম, যুবনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় রোজাদাররা উপস্থিত ছিলেন। সমিতির লক্ষ্য উদ্দেশ্যের প্রতি পূর্ণ সমর্থন রেখে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ওই অফিসের জন্য একটি এলইডি টিভি উপহার দেন। অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উদ্বুদ্ধ হয়ে ২০টি চেয়ার, ১টি টেবিল ও ১টি বৈদ্যুতিক পাখা দেওয়ার ঘোষণা দেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।